চৌগাছায় বিএনপি নেতা লালু মিয়ার ইন্তিকাল

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় বিএনপি নেতা লালু মিয়া (৬০) ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল মঙ্গলবার দুপুরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। লালু মিয়া চৌগাছা উপজেলার নারায়নপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিন বাদ মাগরিব নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন চৌগাছা উপজেলা ও পৌর বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।