মোংলায় চীনা প্রকৌশলীসহ দুজনকে পিটিয়ে আহত

0

মোংলা সংবাদদাতা॥ বাগেরহাটের মোংলা বন্দরের ইনার বার ড্রেজিং প্রকল্পের খনন কাজে নিয়োজিত চীন প্রকৌশলীসহ দুজনকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোংলা থানায় মামলা হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী (সিভিল ও হাইড্রোলিক) ও ইনার বার ড্রেজিং প্রকল্পের পরিচালক শেখ শওকত আলী বাদী হয়ে এ মামলা করেন। বন্দর কর্তৃপক্ষ জানায়, মোংলা বন্দরের ইনার বার ড্রেজিং প্রকল্পের খনন কাজে নিয়োজিত চীনা প্রকৌশলী মি. অং ইয়াও (৪৫) ও সাইড ইঞ্জিনিয়ার তন্ময় (৪০) কাজের তদারকিতে সোমবার বেলা ১১টার দিকে কোলাবাড়ী এলাকায় যান। সে সময় সেখানকার কতিপয় জমির মালিক তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ওই দুই প্রকৌশলীকে হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তন্ময়কে খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আর চীনা প্রকৌশলী অং ইয়াও মোংলার চীনা প্রজেক্টে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় রাতে থানায় মামলা করে বন্দর কর্তৃপক্ষ। বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে একজনকে খুলনায় পাঠানো হয়েছে এবং আরেকজন মোংলার চীনা প্রজেক্টে চিকিৎসাধীন। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নেবে। এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় রাতে মামলা দায়ের হয়েছে। ঘটনার তদন্ত চলছে।