অপু উকিলের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ

0

লোকসমাজ ডেস্ক॥ বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক উপু উকিলের বিরুদ্ধে সংগঠনবিরোধী কর্মকাণ্ড, পদ বাণিজ্য ও মনোনয়ন বাণিজ্যের অভিযোগ করেছেন সংগঠনটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আসমা আক্তার রুনা। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচি থেকে আসমা আক্তার রুনা এসব অভিযোগ করেন। তিনি বলেন, আমরা যারা দীর্ঘদিন সংগঠনের জন্য জানপ্রাণ দিয়ে কাজ করছি তখন অপু উকিল আমাদের বাদ দিয়ে নতুনদের পদ দিচ্ছেন, নমিনেশন দিচ্ছেন। আমরা ২০০২ সাল থেকে দলের কঠিন সময়ও হাল ধরেছি। আজ আমাদের বাদ দিয়ে নতুনদের পদ দিচ্ছেন। আমরা কল দিলেও ধরেন না। তিনি আরও বলেন, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি আসাদুল্লাহ’র নাতনি সেলিনা বেগম কীভাবে আমার ওয়ার্ড থেকে আওয়ামী লীগের নমিনেশন পায়? সে কখনো আওয়ামী লীগ করেনি। তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বোমাবাজি করেও আজ নমিনেশন পায়। প্রতিবাদ কর্মসূচিতে আসমা আক্তার রুনার সঙ্গে ২০-২৫ জন নারী উপস্থিত ছিলেন।