যে কারণে একের পর এক মিসাইলের পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া!

0

লোকসমাজ ডেস্ক॥ এবার জাপানে আঘাত হানতে সক্ষম এমন একটি দূরপাল্লার নতুন ক্রুস মিসাইলের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ‘কেসিএনএ’ সোমবার এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির। বলা হয়েছে, নতুন এই মিসাইল ১৫০০ কিলোমিটার (৯৩০ মাইল) দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এদিকে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও একের পর এক মিসাইলের পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া। কিন্তু কেন আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে একের পর এক মিসাইলের পরীক্ষা চালাচ্ছে পূর্ব এশিয়ার স্বৈরশাসক শাসিত দেশটি? এমন প্রশ্নের উত্তেরে বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চাপে রাখতেই নিত্য নতুন সব মিসাইলের পরীক্ষা চালাচ্ছেন কিম জং উন। এর আগে, ডোনাল্ড ট্রাম্পের শাসনামল শেষ হবার পর উত্তর কোরিয়া আবারও নতুন করে মার্কিন কূটনৈতিকদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে বলেই মনে করছেন তারা। এক্ষেত্রে পূর্ব এশিয়া অঞ্চলের রাজনীতি বিশ্লেষকরা অনেকাংশে একমত প্রকাশ করেছেন।