করোনা: সিডনিতে মাসব্যাপী লকডাউন শেষ করার পরিকল্পনা

0

লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাসের তাণ্ডব চলছে বিশ্বজুড়ে। তবে এরইমধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে বিভিন্ন দেশ। অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহর সিডনিতে আগামী মাস থেকে লকডাউন উঠিয়ে দেয়ার পরিকল্পনা করা হচ্ছে। ডেল্টা ভ্যারিয়েন্ট প্রাদুর্ভাবের কারণে নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্যের রাজধানী জুলাই থেকে লকডাউনে রয়েছে। রাজ্য সরকার বৃহস্পতিবার তার বহুল প্রত্যাশিত “স্বাধীনতার রোডম্যাপ” প্রকাশ করেছে। এনএসডব্লিউ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ১৪০০ টিরও বেশি নতুন সংক্রমণ এবং ১৫৩ জনের মৃত্যু রেকর্ড করেছে।
কিন্তু সরকারপ্রধান গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান জোর দিয়ে বলেছেন যে সমাজের বেশিরভাগ মানুষ টিকা দেওয়ার পর মানুষকে অবশ্যই এই ভাইরাসের সাথে মানিয়ে নিতে হবে। তিনি লকডাউন উঠানোর একটি তারিখ ঘোষণা করতে রাজি হন নেই, কিন্তু জানিয়েছেন যে ৭০% নাগরিকরা টিকা নিলে লকডাউন উঠানো হবে। লকডাউন উঠে গেলে দোকান এবং রেস্তোঁরাগুলো গ্রাহকের সীমাবদ্ধতার সাথে আবার খোলার কথা জানিয়েছে। মিসেস বেরেজিক্লিয়ান ২৫ অক্টোবর স্কুলগুলো খোলার কথা উল্লেখ করেছেন।