নারীদের খেলতে না দিলে আফগান টেস্ট বাতিল করবে অস্ট্রেলিয়া

0

লোকসমাজ ডেস্ক॥ চলতি বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের ইতিহাসের প্রথম টেস্ট খেলার কথা রয়েছে আফগানিস্তান ক্রিকেট দলের। কিন্তু এর মাস দুয়েক আগে এলো নতুন খবর, বাতিল হয়ে যেতে পারে আফগানদের সেই ঐতিহাসিক টেস্টটি। সম্প্রতি আফগানিস্তানের রাষ্ট্রীয় ক্ষমতা দখলে নিয়েছে তালেবান গোষ্ঠি। তারাই ঘোষণা করেছে নতুন তত্ত্বাবধায়ক সরকার। এতে কোনো সমস্যা নেই অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের (সিএ)। তবে শোনা যাচ্ছে, তালেবানের শাসনামলে ক্রিকেটসহ নারীদের সবধরনের খেলাধুলা নিষিদ্ধ করা হবে। আর যদি এমনটা হয়, তাহলে আফগানিস্তানের সঙ্গে একমাত্র টেস্ট ম্যাচটি খেলবে না অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বুধবার এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এ খবর জানিয়েছে সিএ। দেশটির ক্রীড়ামন্ত্রী রিচার্ড কোলব্যাকসহ শীর্ষস্থানীয় রাজনীতিবিদরা, আফগানিস্তানে নারীদের খেলাধুলা বন্ধের বিপক্ষে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতিতে বলেছেন, ‘বিশ্বব্যাপী নারী ক্রিকেট ছড়িয়ে দেয়া ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে অনেক গুরুত্বপূর্ণ। ক্রিকেটের ক্ষেত্রে আমাদের লক্ষ্য হলো, খেলাধুলা সবার জন্য এবং আমরা সব পর্যায়ে নারীদের খেলা সমর্থন করি।’ ‘সাম্প্রতিক খবর অনুযায়ী, আফগানিস্তানে যদি নারী ক্রিকেট সমর্থন না পায়, তাহলে অস্ট্রেলিয়ার সামনে আফগানিস্তান ক্রিকেট দলকে স্বাগত না জানানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমরা অস্ট্রেলিয়ান ও তাসমানিয়ান সরকারকে এ বিষয়ে সমর্থন দেয়ায় ধন্যবাদ জানাই।’