দেশ মগের মুল্লুকে পরিণত হয়েছে : প্রিন্স

0

লোকসমাজ ডেস্ক॥ দেশ মগের মুল্লুকে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বপ্রাপ্ত দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রিন্স এ মন্তব্য করেন। লিখিত বক্তব্যে প্রিন্স বলেন, কর্তৃত্ববাদী সরকার যখন ইচ্ছে তখন নিরাপরাধ মানুষকে বেআইনীভাবে তুলে নিয়ে যাচ্ছে। দীর্ঘ সময় গোপন রেখে আষাঢ়ে গল্প বানিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। মিথ্যাচার করা যেন সরকারের রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে। দেশ যেন এক মগের মুল্লুকে পরিণত হয়েছে। তিনি বলেন, গতরাতে (বুধবার) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি রাজীব আহসান, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস এম আশরাফুল ইসলাম, রফিকুল ইসলাম রাহুলসহ পাঁচজনকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা রাজধানীর রাইফেলস স্কয়ারের সামনে থেকে তুলে নিয়ে যায়। দীর্ঘ সময় গোপন রেখে ধানমণ্ডি থানায় তাকে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং অবিলম্বে রাজিব আহসানসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর মুক্তি দাবী করছে।
বিএনপির এই মুখপাত্র বলেন, সম্প্রতি সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতে এবং আন্দোলন ও পতনের ভয়ে ভীত হয়ে বিএনপি, ছাত্রদলসহ বিরোধী দলের নেতাকর্মীদের নতুন করে গ্রেফতার ও হয়রানি শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ দেশব্যাপী নেতাকর্মীদেরকে গ্রেফতার করেছে। তিনি বলেন, আওয়ামী জনবিচ্ছিন্ন কর্তৃত্ববাদী ভোটারবিহীন সরকারের অবস্থা সন্ত্রাসীদের মতো। এই অবৈধ সরকার গুম, খুন, অপহরণ, ধর্ষণ ও সন্ত্রাস চালিয়ে রাষ্ট্রে এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে। এর মাধ্যমে জনগণকে স্তব্ধ করার চেষ্টা করছে। ফলে তারা আইন প্রয়োগকারী সংস্থাকে প্রাইভেট বাহিনীতে পরিণত করে রাজনীতিকে নিয়ন্ত্রণ করেছে। প্রিন্স বলেন, স্বাধীনভাবে রাজনীতি এখন অতীত ইতিহাস। মানুষের জানমাল ও চলাচলে কোনো স্বাধীনতা নেই, কোনো নিরাপত্তা নেই। আইন-প্রশাসন ও আদালতকে নিজেদের অনুগতদের দিয়ে সাজিয়ে তুঘলকি শাসন কায়েম করে তা দীর্ঘস্থায়ী করার নানা কৌশল ও ফন্দি আঁটছে। তিনি বলেন, জনগণকে ভয় দেখিয়ে দেশে ফ্যাসিবাদী শাসন চালু রাখতেই সরকার আইনশৃঙ্খলাবাহিনীকে দিয়ে বিরোধী নেতাকর্মীদের অপহরণের পর গুমের মতো লোমহর্ষক কর্মকাণ্ড চালু রেখেছে। এসময় তিনি আইনশৃঙ্খলাবাহিনী দ্বারা আটক রাজীব আহসান, সাইফ মাহমুদ জুয়েলসহ রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা, বানোয়াট মামলা প্রত্যাহার ও মুক্তি দাবী করেন।