ছাত্রদলের সাবেক সভাপতি রাজীবকে তুলে নেয়ার অভিযোগ

0

লোকসমাজ ডেস্ক॥ ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে সাদা পোশাকে একদল ব্যক্তি তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার রাত সোয়া ১১টার দিকে বিডিআর ৪ নম্বর গেট থেকে তাকে তুলে নেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান। রাজীব বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্যও। তবে এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী ছাত্রদলের সাবেক নেতা মাসুম বিল্লাহ’র বরাত দিয়ে আকরাম হাসান জানান, ‘ধানমন্ডিতে দলীয় নেতা-কর্মীদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফেরার পথে সাবেক সভাপতি রাজীব আহসানকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা তুলে নিয়ে যায়।’