তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে খুলনায় খাদ্য সহায়তা

0

স্টাফ রিপোর্টার, খুলনা॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৪তম কারামুক্তি দিবস উপলক্ষে সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ রকিবুল ইসলাম বকুলের উদ্যোগে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার মহানগরীর দৌলতপুর থানার ৫নং ওয়ার্ডের আঞ্জুমান ঈদগাহ ময়দানে দৌলতপুর থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের তত্ত্ববধানে ৫০০ অসহায়, ছিন্নমূল ও নিরন্ন মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এর আগে তারেক রহমানের দীর্ঘায়ু ও নেক হায়াত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মুরশিদ কামালের সভাপতিত্বে এবং ৫নম্বও ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ ইমাম হোসেনের সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির অন্যতম সহ সভাপতি স ম আব্দুর রহমান। উপস্থিত ছিলেন শাহিনুল ইসলাম পাখি, শেখ সাদী, এনামুল হাসান ডায়মন্ড, বিপ্লবুর রহমান কুদ্দুস, কাজী মিজানুর রহমান, আনসার আলী, মতলেবুর রহমান মিতুল, আঃ রব মুন্সি, আরব আলী সরদার, আশরাফ ঢালী, খবির উদ্দীন, মিজানুর রহমান, বেল্লাল হোসেন, মাজেদুল ইসলাম, সিরাজ দেওয়ান, আলহাজ্ব রিয়াজ শাহেদ, শেখ মোঃ নাজিম প্রমুখ। এ সময় বক্তৃতায় নেতৃবৃন্দ বলেন, তারেক রহমান বাংলাদেশের মুক্তির সূর্য। এক এগারোতে দেশি বিদেশি কুচক্রি মহল তাকে হত্যার উদ্দেশ্যে মিথ্যা মামলায় কারারুদ্ধ করে অকথ্য নির্যাতন চালিয়েছে। দেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সুদূও লন্ডন থেকে তিনি বিএনপিকে সংগঠিত ও শক্তিশালী করে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।