ইসরায়েল সফরের পরিকল্পনা করেছেন ওসামার ছেলে

0

লোকসমমাজ ডেস্ক॥ ইসরায়েল সফরের পরিকল্পনা করেছেন আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের ছেলে ওমর। এছাড়া তিনি তারা বাবার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম ডেইলি ইয়েদিয়থ আহনথকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। ওমর জানান, বাবার মৃত্যুর পর তাকে আল-কায়েদার দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তিনি বলেন, ‘আমার বাবা তার ছেলেদের যতটুকু ভালোবাসতেন তার শত্রুদের তারচেয়ে বেশি ঘৃণা করতেন। আমি যে জীবন নষ্ট করেছি তার জন্য নিজেকে মূর্খ মনে হয় এবং আমি জানতাম যে, আমি ছেড়ে যাচ্ছি, অনেক তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছি।’
ওসামার কনিষ্ঠ সন্তান জানান, তার বাবা যে অপরাধ করেছেন তার জন্য ‘লজ্জা ও ঘৃণা’ অনুভব করেন তিনি। ওমর এখন ফ্রান্সে বাস করছেন। তার স্ত্রী ইহুদি। স্ত্রীকে নিয়ে তিনি ইসরায়েল সফরের পরিকল্পনা করছেন। তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার স্বপ্নও দেখেন। ওমর বলেন, ‘আমরা বিশ্বাস করি, বিশ্বকে একসঙ্গে বাস করতে হবে এবং প্রত্যেক ধর্মের প্রতিবেশীরা যেন একসঙ্গে শান্তিপূর্ণভাবে বাস করতে পারে।’