বাজার মূলধন বেড়েছে সাড়ে ১৪ হাজার কোটি টাকা

0

লোকসমাজ ডেস্ক॥ পুঁজিবাজারে গত সপ্তাহে সূচক বেড়ে নতুন রেকর্ড হয়েছে। এ সময়ে লেনদেনও কমলেও পুঁজিবাজারে বাজার মূলধন বেড়েছে ১৪ হাজার ৪৯৫ কোটি টাকা।
শনিবার (৪ সেপ্টেম্বর) সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৫৭ হাজার ৫০৯ কোটি ১৫ লাখ ৪২ হাজার টাকা। সপ্তাহের শেষ দিন তা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৬৩ হাজার ৭১৫ কোটি ৬৪ লাখ ২২ হাজার টাকা। এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৬ হাজার ২০৬ কোটি ৪৮ লাখ ৭৯ হাজার টাকা বা ১ দশমিক ১১ শতাংশ।
গেল সপ্তাহের শুরুতে সিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৭৭ হাজার ৬০৩ কোটি ২৪ লাখ টাকা। সপ্তাহের শেষ দিনে তা দাঁড়িয়েছে ৪ লাখ ৮৫ হাজার ৮৯১ কোটি ৫১ লাখ টাকায়। সপ্তাহের ব্যবধানে সিএসইতে বাজার মূলধন বেড়েছে ৮ হাজার ২৮৮ কোটি ২৭ লাখ টাকা। দুই স্টক এক্সচেঞ্জে অর্থাৎ পুরো পুঁজিবাজারে বাজার মূলধন বেড়েছে ১৪ হাজার ৪৯৫ কোটি টাকা।
এদিকে, গত সপ্তাহে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৮ হাজার ৯৩৬ কোটি ৮৯ লাখ ৫৪ হাজার টাকা। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১৩ হাজার ৪২ কোটি ৪৩ লাখ ৫৪ হাজার টাকা। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন কমেছে ৪ হাজার ১০৫ কোটি ৫৪ লাখ টাকা বা ৩১.৪৮ শতাংশ।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) গত সপ্তাহে লেনদেন হয়েছে ৩৪১ কোটি ৭০ লাখ টাকা। আগের সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছিল ৫০৫ কোটি ৪০ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে।
গেল এক সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯৮১ পয়েন্টে অবস্থান করছে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়া সূচক ২১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫০৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে একই সপ্তাহে মোট ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৪৭টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত আছে ১৭টির।
গত সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৩২৮ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ২৩৪ পয়েন্ট বেড়ে ১২ হাজার ১৮৩ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৫৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৪৬ পয়েন্টে এবং সিএসই-৫০ সূচক ২৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৬৫ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে গত সপ্তাহে ৩৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২১২টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত আছে ২১টির।