কাবুল বিমানবন্দর নিয়ে তুরস্ক ও কাতারের সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র : ব্লিঙ্কেন

0

লোকসমাজ ডেস্ক॥ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন যে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরকে দ্রুত চালু করতে তুরস্ক ও কাতারের সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র। শুক্রবার তিনি বলেন, কাবুল বিমানবন্দরের কার্যক্রম নিয়ে মিত্র দেশ তুরস্ক ও কাতারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র। আনাদোলু এজেন্সি তাদের প্রতিবেদনে এমন সংবাদ প্রকাশ করেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেয়া এক বিবৃতিতে অ্যান্টনি ব্লিঙ্কেন সাংবাদিকদের জানান, কাবুল বিমানবন্দরের কার্যক্রম দ্রুত চালু করার জন্য আমরা তুরস্ক ও কাতারের সাথে কাজ করব। আমাদের মিত্র দেশ তুরস্ক ও কাতার ওই বিমানবন্দর চালু করতে সহায়তা করবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন যৌথভাবে কাতার সফরে যাবেন বলে জানিয়েছেন। আফগানিস্তানের বিষয়ে কাতারের বিভিন্ন পদক্ষেপ ও প্রচেষ্টার বিষয়ে ধন্যবাদ জ্ঞাপনের জন্যই তারা এ সফরে যাবেন। শুক্রবার এ সফরের কথা ঘোষণা করা হয়। বাইডেন প্রশাসনের এ শীর্ষ কর্মকর্তারা রোববার ওয়াশিংটন থেকে কাতার সফরে যাবেন। অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন যে তিনি কাতার সফরের সময় দেশটির শীর্ষ নেতাদের সাথে দেখা করবেন। আফগানিস্তান থেকে পশ্চিমা নাগরিক ও সমর্থকদের সরিয়ে নেয়ার ক্ষেত্রে সাহায্য করার জন্য তিনি কাতারের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন বলেও জানানো হয়েছে। কাতার সরকার আফগান তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া আফগানিস্তান থেকে পশ্চিমা নাগরিক ও সমর্থকদের সরিয়ে নেয়ার ক্ষেত্রেও মধ্যস্থতা করে কাতার। এ কারণেই পশ্চিমা নাগরিক ও সমর্থকদের দ্রুত সরিয়ে নেয়া সম্ভব হয়েছিল।
সূত্র : আনাদোলু এজেন্সি