মধ্য এশিয়ার টুর্নামেন্ট খেললেও সাফ ছাড়ছে না ভারত

0

লোকসমাজ ডেস্ক॥ আগামী বছর থেকে সেন্ট্রাল এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (সিএএফএ) আয়োজিত টুর্নামেন্টগুলোতে অংশ নেবে ভারত। তাদের অনুরোধেই সেন্ট্রাল এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (সিএএফএ) এ সিদ্ধান্ত নিয়েছে। মধ্য এশিয়ার এই ফুটবল সংগঠনটির সভায় বয়সভিত্তিকসহ তাদের বিভিন্ন টুর্নামেন্টে ভারতের অংশগ্রহণের অনুমোদন দেয়া হয়েছে। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সবচেয়ে শক্তিশালী ও সর্বাধিক চ্যাম্পিয়ন দলটি কি তাহলে স্থায়ীভাবে মধ্য এশিয়ান ফুটবল সংগঠনে অন্তর্ভুক্ত হচ্ছে? সাফ থেকে বেরিয়ে যাচ্ছে? এমন প্রশ্ন ঘুরপাক চারিদিকে। ভারতের মধ্য এশিয়ার টুর্নামেন্টে খেলার আগ্রহ প্রকাশের পর এ নিয়ে সাফের সদস্যরাও অন্ধকারে ছিল। তবে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল নিশ্চিত করেছেন, ভারত সাফ থেকে বের হচ্ছে না। ‘অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান আমাদের কাছে পরিষ্কার করেছে। ভারত জানিয়েছে, তাদের সাফ থেকে বেরিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না’-বলেছেন আনোয়ারুল হক হেলাল।