যশোরে ডিবি’র ওপর হামলার ঘটনায় আটক শাহীনের রিমান্ড মঞ্জুর

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে গাঁজা উদ্ধার ও ডিবি পুলিশের ওপর হামলার ঘটনায় আটক শাহীন ওরফে ছোটবাবুর ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালতের বিচারক। একই সাথে মামলার অপর ৩ আসামিকে জেলগেটে একদিনের জিজ্ঞাসাবাদের আদেশ দেয়া হয়েছে। ডিবি পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার ৪ আসামিকে জিজ্ঞাসার বিষয়ে এই আদেশ প্রদান করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাইফুদ্দীন হোসাইন। আসামি শাহীন ওরফে ছোটবাবু শহরের সিটি কলেজপাড়া বউবাজার এলাকার মৃত শহিদুল্লাহর ছেলে। অপর ৩ জন হলেন-ছোটবাবুর ভাই শাহজাহান মীর, ঘোপ সেন্ট্রাল রোডের আব্দুস সামাদের ছেলে আলামিন ওরফে স¤্রাট, বারান্দী মোল্লাপাড়া বাঁশতলা এলাকার মুনসুর মোল্লার ছেলে হৃদয় হোসেন ওরফে লিমন। আদালতে ডিবি পুলিশ ওই ৪ আসামির পাঁচদিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলো। উল্লেখ্য, গত ২৬ আগস্ট রাতে ডিবি পুলিশ যশোর সরকারি সিটি কলেজের প্রধান গেটের সামনে থেকে ২ কেজি গাঁজাসহ শাহীন ওরফে ছোটবাবুকে আটক করে। এ সময় তাকে ছিনিয়ে নিতে ডিবি পুলিশের ওপর হামলা চালায় মাদক ব্যবসায়ী চক্র। ডিবি পুলিশ এ ঘটনায় সেখান থেকে শাহজাহান মীর, আলামিন ওরফে স¤্রাট ও হৃদয় হোসেন ওরফে লিমনকে আটক করে।