খুলনায় অধ্যক্ষের বাড়িতে চুরি

0

স্টাফ রিপোর্টার, খুলনা ॥ খুলনার দৌলতপুরে মিরেরডাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাছিরুদ্দীন মুহাম্মাদ হুমায়ুনের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে অধ্যক্ষের মহেশ্বরপাশা পশ্চিম পালপাড়ার তেলীগাতি মেইন রোডের বাসায় চুরি হয়। চোরেরা স্বর্ণালঙ্কারসহ ৮ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। এছাড়া চোরেরা অধ্যক্ষ মাওলানা নাছিরুদ্দীনের স্ত্রী পল্লীতীর্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মাহবুবা খাতুনের কাছে করোনাকালীন সময়ে স্কুল বন্ধ থাকায় স্কুলের সংরক্ষিত প্রজেক্টর, স্কুলের আলমারি ও অন্যান্য তালার চাবিসহ ব্যাংকের চেক বই নিয়ে গেছে। দৌলতপুর থানা পুলিশের এএসআই মহিউদ্দিন বলেন, অধ্যক্ষের বাড়িতে চুরির খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অধ্যক্ষ মামলা করলে পুলিশ পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেবে।