শেষে পথ হারালো দ. আফ্রিকা

0

লোকসমাজ ডেস্ক॥ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ১৪ রানে জয় পেয়েছে শ্রীলঙ্কা। আর. প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ৩০০ রান করে। শুরু থেকে ট্রাকে থেকেও পথ হারায় সফরকারী দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ২৮৬ রানের বেশি করতে পারেনি। ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার হয়ে লড়াই করেন এইডেন মার্করাম। তিনি ৯০ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৯৬ রান করেন। রাসি ফন দের ডুসেন ৫৯ বলে ৬ চারে করেন ৫৯ রান। এ ছাড়া টেম্বা বাভুমা (রিটায়ার্ড হার্ট) ৩৮ ও হেইনরিক ক্লাসেন ৩৬ রান করেন। বল হাতে শ্রীলঙ্কার আকিলা ধনঞ্জয়া ২টি উইকেট নেন। তার আগে শ্রীলঙ্কার ৩০০ রানের ইনিংসে সেঞ্চুরি হাঁকান উদ্বোধনী ব্যাটসম্যান আভিষকা ফার্নান্দো। তিনি ১১৫ বলে ১০টি চার ও ২ ছক্কায় ১১৮ রান করেন। এটা ছিল তার ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৯ ও ২০২০ সালে দুটি সেঞ্চুরি করেছিলেন তিনি। চারিথ আসালঙ্কা করেন ৬২ বলে ৬ চার ও ১ ছক্কায় ৭২ রান। চতুর্থ উইকেটে তারা দুজন ৯৭ রানের জুটি গড়ে শ্রীলঙ্কাকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন। এই দুইজনের বাইরে ধনঞ্জয়া ডি সিলভা ৪৪ ও মিনোদ ভানুকা ২৭ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি। বল হাতে প্রোটিয়াদের হয়ে ২টি করে উইকেট নেন কাগিসু রাবাদা ও কেশব মহারাজ। ম্যাচসেরা নির্বাচিত হন শ্রীলঙ্কার সেঞ্চুরিয়ান আভিষকা ফার্নান্দো। শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।