নড়াইলে প্রতিপক্ষের বিষে মরেছে ঘেরের পাঁচ লাখ টাকার চিংড়ি

0

নড়াইল অফিস ॥ নড়াইলের কালিয়া উপজেলার আমবাড়িয়া গ্রামে একটি চিংড়ি মাছের ঘেরে প্রতিপক্ষরা বিষ প্রয়োগ করে প্রায় ৫ লাখ টাকার ক্ষতিসাধন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া অপর একটি চিংড়ি ঘেরের প্রায় ৪ লাখ টাকার মাছ রাতের আধারে মেরে নিয়ে গেছে বলে ঘেরের মালিক জানিয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে এ দুটি ঘটনা
ঘটে বলে পুলিশ ও ঘেরের মালিকরা জানিয়েছেন। ঘেরের মালিক সূত্রে জানা গেছে,মঙ্গলবার দিবাগত রাতে কালিয়া উপজেলার আমবাড়িয়া গ্রামের মাজহারুল ইসলাম শেখের চিংড়ি ঘেরে বিষ প্রয়োগ করে প্রতিপক্ষরা। এর ফলে প্রায় ৫লাখ টাকার চিংড়ি ও সাদা মাছ মরে গেছে। মাজহারুল ইসলামের ভাইঝি পারুল বেগম জানান, পূর্ব শত্রুতার জের ধরে গ্রামের প্রতিপক্ষ শিমুল শেখ,দিদার শেখ, মেহেদী, জাহাঙ্গীর, সেকেন্দার ও তাদের লোকজন মাছের ঘেরে বিষ প্রয়োগ করেছেন। এছাড়া একই গ্রামের আমিনুর রহমানের স্ত্রী লিজা আক্তার জানান,তাদের ঘেরে ১০হাজার চিংড়ির রেণু ছাড়া হয়েছে। সেই রেণু এখন বেশ বড় হয়েছে। একই রাতে তাদের ঘেরের প্রায় ৪লাখ টাকার চিংড়ি মাছ মেরে নিয়ে গেছে প্রতিপক্ষরা। এ ব্যাপারে অভিযুক্ত শিমুল শেখ,দিদার শেখসহ অন্যরা জানান, চিংড়ি ঘেরে বিষ প্রয়োগের ঘটনার সঙ্গে আমরা জড়িত নই। আমাদের মান সম্মান ক্ষুণœ করার জন্য প্রতিপক্ষরা মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। কালিয়া থানার অফিসার ইনচার্জ কনি মিয়া জানান, আমবাড়িয়া গ্রামে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।