অভয়নগরে ট্রেনের ধাক্কায় নিহত অজ্ঞাত কিশোরের নাম মাহফুজ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের অভয়নগর নওয়াপাড়ায় ট্রেনের ধাক্কায় নিহত কিশোরের নাম মাহফুজুর রহমান (১৪) সে যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের মুনসেফপুর গ্রামের মো. আব্দুল্লাহর পুত্র। আব্দুল্লাহ জানিয়েছেন, তার ছেলে মাহফুজুর রহমান অভয়নগর নওয়াপাড়ায় ভগ্নিপতি জোবায়ের হোসেনের বাসায় বেড়াতে যায়। সেখানে রাজঘাট মাইলপোস্ট এলাকায় রেললাইন ধরে মোবাইলে ইয়ার ফোন লাগিয়ে কথা বলার সময় খুলনাগামী ট্রেনের ধাক্কায় তারা আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করার পর স্থানীয় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তখন কর্তব্যরত চিকিৎসক মাহফুজুর রহমানকে মৃত ঘোষণা করেন এবং জোবায়ের হোসেনকে খুলনা আড়াইশ বেড হাসপাতালে স্থানান্তর করেন। শোকাহত পিতা আব্দুল্লাহ জানিয়েছেন, মৃত্যুর সময় তার পরিচয় পুলিশ অজ্ঞাত হিসেবে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায়। পরে তিনি মর্গে পৌঁছে অজ্ঞাত কিশোর তার ছেলে মাহফুজুর রহমান বলে সনাক্ত করেন। যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে গতকাল তার পিতা ছেলের লাশ বাড়িতে নিয়ে যান এবং জানাজা শেষে নিতে মাহফুজুর রহমানকে দাফন করেন।