অস্ট্রেলিয়া সিরিজ থেকেও কঠিন উইকেট ছিল : সাকিব

0

লোকসমাজ ডেস্ক॥ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের উইকেট নিয়ে সমালোচনা এখনও থামেনি। সামনে বিশ্বকাপ। এমন সময়ে এই ধরনের উইকেটে টি-টোয়েন্টি খেলা ঠিক নয়, মনে করছেন অনেকেই। তবে সাকিব আল হাসান জানালেন, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে বুধবার যে উইকেটে খেলা হয়েছে, সেটি অস্ট্রেলিয়া সিরিজের থেকেও কঠিন ছিল।
সাকিব বলেন, ‌‘অস্ট্রেলিয়া সিরিজ থেকেও কঠিন উইকেট ছিল। তার সঙ্গে আমরাও ভাল জায়গায় বল করেছি। নিউজিল্যান্ড অনেক অভিজ্ঞ দল এই কন্ডিশনে। স্বাভাবিকভাবেই সংগ্রাম করেছে।’ এই উইকেটে কিভাবে খেলা উচিত, সেই টোটকাও বাতলে দিলেন সাকিব। তার ভাষায়, ‌‘এখানে গুরুত্বপূর্ণ বেশি সিঙ্গেল নেয়া বা রানিং বিট্যুইন দ্য উইকেট। এই দুটো জিনিস আমার মনে হয়। কারণ বাউন্ডারি মারাটা খুবই কঠিন। সবসময় ইতিবাচক মনোভাব রাখলে সিঙ্গেল বা ডাবলস নেওয়া সহজ হয়। তখন ব্যাটসম্যানের চাপ সরে যায়। সেট হয়ে গেলে একটা-দুইটা বাজে বল পেলে রান করা যায়। কাজেই অনেক চ্যালেঞ্জিং একটা পরিস্থিতির মধ্যে দিয়ে ব্যাটসম্যানরা যাচ্ছে।’ কিন্তু এমন উইকেটে খেলে লাভটা কী হচ্ছে? সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেহেতু আইসিসির ইভেন্ট, সংযুক্ত আরব আমিরাতে তো এমন উইকেট থাকবে না। আসলে কি এমন উইকেটে খেলা ঠিক হচ্ছে? সাকিব মনে করেন, উইকেট যেমনই থাকুক, বিশ্বকাপের মতো বড় ইভেন্টে যাওয়ার আগে জয়টা বেশি গুরুত্বপূর্ণ। আর তাই মুখে এমন কথা তার, ‘সব থেকে গুরুত্বপূর্ণ হলো যে আমরা ম্যাচ জিতছি। আমার মনে আছে ২০০৭ বিশ্বকাপের আগে আমরা অনেকগুলো ওয়ানডে জিতেছিলাম টানা। ওটা সাহায্য করেছে। আমার মনে হয় এই জয়গুলো আমাদের দলের আত্মবিশ্বাস ওই জায়গায় নিয়ে যাবে, তাতে বিশ্বকাপে ভালো করতে পারি।’