৩৬ বার ম্যাচসেরা হয়েও নির্বিকার সাকিব

0

লোকসমাজ ডেস্ক॥ তাকে কেন বাংলাদেশের সবসময়ের সেরা পারফরমার বলা হয়? কেন তিনি বিশ্বসেরা অলরাউন্ডার? এসব প্রশ্নের উত্তর বের করতে গিয়ে কোনোরকম বিভ্রান্তিতে পড়ার সুযোগ নেই। একটি তথ্য উপাত্তই বলে দেবে, কেন সাকিব বাংলাদেশের সেরা পারফরমার। টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি-তিন ফরম্যাটে বাংলাদেশের সর্বাধিক ‘ম্যান অব দ্য ম্যাচ’-এর পুরস্কার জিতেছেন তিনিই। কেউ কি জানেন, সে সংখ্যাটি কত? বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে ম্যাচসেরা হওয়া সাকিব এ নিয়ে টি-টোয়েন্টিতে ৭ বার ‘ম্যান অব দ্য ম্যাচ’ হওয়ার কৃতিত্ব দেখালেন। আর তিন ফরম্যাট মিলিয়ে সাকিব ম্যাচসেরা হয়েছেন মোট ৩৬ বার। আজ লো স্কোরিং ম্যাচটিতেও সাকিবই বাংলাদেশের জয়ের প্রধান রূপকার। বল হাতে ৪ ওভারে ১০ রানে পতন ঘটিয়েছেন ২ উইকেট। পরে তিন নম্বরে নেমে ৩৩ বলে খেলেছেন ২৫ রানের মহামূল্যবান ইনিংস। তাতে করে আরও একবার নিজেকে সিরিজসেরার দৌড়ে শামিল করলেন সাকিব। বলার অপেক্ষা রাখে না, তিনি অস্ট্রেলিয়ার সাথেও সিরিজসেরা হয়েছিলেন। তবে সাকিব এসব কৃতিত্ব ও অর্জন নিয়ে মোটেই মাথা ঘামান না। নির্বিকার কণ্ঠে বললেন, ‘যখন কোনো অর্জন হয়, ভালো লাগে। কিন্তু এগুলো আমি মাথায় রাখতে চাই না। তবে সবাই যখন বলে এমন একটা টার্গেটের সামনে আছি, এমন একটা মাইলফলক আছে, তখন ভালো লাগে।’