গাছ বাঁচিয়ে রাখার সহজ ৫ উপায়

0

লোকসমাজ ডেস্ক॥ সবার ঘরেই কমবেশি গাছ আছে নিশ্চয়ই! গাছ দিয়ে ঘর সাজাতে চান সব সৌখিনরা। ঘরে গাছ রাখলে পরিবেশ ভালো থাকে। একইসঙ্গে অক্সিজেনের পরিমাণও বাড়ে। কম খরচে ঘরের ভোল পাল্টাতে সবুজের ছোঁয়ার বিকল্প নেই!
শহরের বাড়িতে সবাই বারান্দা বা ছাদে বাগান করে থাকেন। তবে অনেকেই আছেন অর্থ খরচ করে গাছ কিনলেও সেগুলো যত্নের অভাবে বাঁচিয়ে রাখতে পারেন না। আবার কীভাবে গাছ পরিচর্যা করলে বেঁচে থাকবে সেটিও জানা নেই অনেকেরই!
তারা হয়তো অজান্তেই গাছের ক্ষতি করছেন। এ কারণেই গাছ বাঁচিয়ে রাখতে পারছেন না। তবে গাছ পরিচর্যায় কিছু নিয়ম মেনে চললেই তা দ্রুত বড় হবে। জেনে নিন গাছ বাঁচিয়ে রাখার সহজ ৫ উপায়-
>> গাছে পানি দেওয়া মানেই এর যত্ন করা না। অনেকেই গাছে অতিরিক্ত পানি দেন। ফুলের গাছে এক দিন পরপর পানি দিলে তা ভালো থাকে। কোনো গাছ কেনার সময় জেনে নিন কোনটিতে কতটুকু পানি দেবেন।
>> গাছ বাঁচিয়ে রাখতে অবশ্যই এর গায়ে সূর্যের আলো লাগাতে হবে। তবে সরাসরি সূর্যের আলোয় রাখা যাবে না। এমন জায়গায় গাছ রাখুন যেখানে দৈনিক ২-৩ ঘণ্টা সূর্যের আলো থাকে।
>> কম আলোয় রাখা গাছ যদি হঠাৎ বেশি আলোতে নিয়ে যান তাহলে সেটি নেতিয়ে পড়তে পারে। এজন্য হুট করে গাছের স্থান বদল করবেন না।
>> গাছ সম্পর্কে ধারণা না থাকলে প্রথমে সাক্যুলেন্ট বা মানি প্ল্যান্ট কিনতে পারেন। এসব গাছ খুব দ্রুত বেড়ে ওঠে। আর তেমন পরিচরর্যা না করলেও হয়। কোনো গাছ কেনার আগে সেটি সম্পর্কে জানুন।
>> গাছের পাতা শুকিয়ে গেলে তা কাচি দিয়ে কেটে ফেলে দিতে হবে। নিয়মিত গাছের মরা পাতা না কেটে ফেললে গাছ সব পুষ্টি ওই মরা পাতাটিকে বাঁচাতে ব্যবহার করবে। এতে গাছ মরেও যেতে পারে।