গুগল-অ্যাপলের লাগাম টানতে আইন সংশোধন দক্ষিণ কোরিয়ায়

    0

    লোকসমাজ ডেস্ক॥অ্যাপল ও গুগলের মতো প্রযুক্তি বাজারের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের অ্যাপ স্টোরগুলো যেন ডেলেপারদের নিজস্ব লেনদেন ব্যবস্থা ব্যবহারে বাধ্য করতে না পারে, সেটি নিশ্চিত করতে স্থানীয় আইনের নতুন সংশোধনী পাশ করেছে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট।
    অ্যাপ স্টোরের লাগাম টানতে নতুন মার্কিন আইন বিবেচনায়
    অ্যাপল এবং অ্যালফাবেটের মতো শীর্ষ প্রতিষ্ঠানগুলোর উপর প্রথম সারির কোনো অর্থনীতির এমন কড়াকড়ি আরোপের কোনো ঘটনা আগে ঘটেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
    অ্যাপল ও গুগলের অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা অ্যাপের যে কোনো লেনদেনের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর নিজস্ব লেনদেন ব্যবস্থা ব্যবহারে বাধ্য ছিলেন অ্যাপ নির্মাতা ও ব্যবহারকারীরা। ওই ‘ইন-অ্যাপ পারচেজ’-এর ক্ষেত্রেও ৩০ শতাংশ পর্যন্ত কমিশন কেটে রাখতো প্রতিষ্ঠানগুলো। দক্ষিণ কোরিয়ার নতুন আইনের ফলে বন্ধ হচ্ছে অ্যাপ স্টোরগুলোর কমিশনভিত্তিক আয়।
    রয়টার্স জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট টেলিকমিউনিকেশন বিজনেস অ্যাক্ট সংশোধনের সময় ১৮৮ ভোটের মধ্যে ১৮০টি ভোট পড়েছে সংশোধনীর পক্ষে। ‘অ্যান্টি-গুগল ল’ বলে আখ্যা দেওয়া হচ্ছে একে।
    এই প্রসঙ্গে রয়টার্সকে দেওয়া বিবৃতিতে এক গুগল মুখপাত্র বলেন, “এই আইন মেনে আমাদের হাই-কোয়ালিটি অপারেটিং সিস্টেম এবং অ্যাপ স্টোরকে সমর্থন করে এমন একটা মডেল কীভাবে ধরে রাখা যায়, সেটা ভেবে দেখবো আমরা। আগামী সপ্তাহগুলোতে আরও জানাবো আমরা।”
    ‘ইন-অ্যাপ পারচেজ’-এর কমিশন থেকে পাওয়া আয় বিনামূল্যে অ্যান্ড্রয়েড সেবা দেওয়ার প্রক্রিয়া সহজ করে বলে জানিয়েছে গুগল।
    “এই মডেলটি ভোক্তাদের জন্য ডিভাইসের খরচ কম রাখে এবং প্ল্যাটফর্ম ও ডেভেলপার উভয়কে আর্থিকভাবে সফল হতে দেয়। নতুন অ্যাপ বানাতে ডেভেলপারদের যেমন খরচ হয়, তেমনি অপারেটিং সিস্টেম বানিয়ে সেটি ধরে রাখতেও খরচ হয় আমাদের।”– বলেছে গুগল।
    অন্যদিকে, অ্যাপল বলেছে, “এই প্রস্তাবনার ফলে অ্যাপ স্টোর পারচেজের উপর ব্যবহারকারীদের বিশ্বাস কমে আসবে। এতে কোরিয়ার চার লাখ ৮২ হাজার নিবন্ধিত ডেভেলপারের কাজের সুযোগ কমবে”।
    তবে রয়টার্স জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক আইনি পরিবর্তনের ফলে অ্যাপল ও গুগলের উপর আর্থিক সাফল্য ধরে রাখার প্রক্রিয়া নিয়ে চাপ বাড়বে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় একই রকমের আইনি জটিলতার মুখে পড়েছে প্রতিষ্ঠান দুটি।
    প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আর্থিক কার্যপ্রণালী নিয়ে নতুন আইনের প্রস্তাব তুলেছেন তিন মার্কিন সিনেটর।
    এক বিবৃতিতে সিনেটর মার্শা ব্ল্যাকবার্ন বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অ্যাপ স্টোরের প্রভাব কমিয়ে আনার সময় এসেছে। সিনেটর ব্লুমেন্থাল এবং ক্লোবুশারের সঙ্গে আমার বিলটি পাশ করানোর জন্য কংগ্রেসকে তাগাদা দিচ্ছি আমি। এটি উদ্ভাবনী স্টার্টআপগুলোকে স্বচ্ছ প্রতিযোগিতায় অংশ নিতে সাহায্য করবে।”
    দক্ষিণ কোরিয়ার আদালতের নথি অনুযায়ী, আইনের নতুন সংশোধনীটি বাজারের শীর্ষ অ্যাপ স্টোরগুলোর জোর করে নিজস্ব লেনদেন ব্যবস্থা কন্টেন্ট দাতার উপর চাপিয়ে দেওয়া, ‘অনুপযুক্তভাবে’ অ্যাপের রিভিউ দিতে দেরি করা এবং অ্যাপ মুছে দেওয়া নিষিদ্ধ করেছে।
    নতুন সংশোধনী অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার বাজারে “ব্যবহারকারীর ক্ষতি প্রতিহত করতে, এবং ব্যবহারকারীর অধিকার ও স্বার্থ রক্ষা করতে” বাধ্য থাকবেন অ্যাপ বাজারের অপারেটররা।
    কোরিয়া সরকারের নতুন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে দেশটির আইটিভিত্তিক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিত্বকারী অলাভজনক সংস্থা দ্য কোরিয়া ইন্টারনেট কর্পোরেশনস অ্যাসোসিয়েশন।
    “আমরা আশা করছি যে আইনের নতুন ধারাটি নির্মাতা ও ডেভেলপারদের অধিকার নিশ্চিত করবে, মোবাইল অ্যাপকেন্দ্রিক একটি স্বচ্ছ ইকোসিস্টেম তৈরি করবে, যেখানে ব্যবহারকারীরা কম খরচে বৈচিত্রময় কন্টেন্ট সেবা পাবেন”–বলা হয়েছে ওই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।