যশোরের বকচরে অবৈধ চিপস কারাখানার মালিককে জরিমানা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের বকচর হুশতলা এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে মুখরোচক খাদ্য চিপস তৈরির অবৈধ কারাখানা মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই জরিমানা করা হয়। র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুপুরে ক্যাম্পের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম ও লেফট্যানেন্ট এম সরোয়ার হুসাইন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মমিনুর রহমানের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন। অভিযানে ভেজাল খাদ্য তৈরি করার অপরাধে কৃষ্ণ সাহা (৬২) নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। কৃষ্ণ সাহা শহরের আর এন রোড এলাকার বৈদ্যনাথ সাহার ছেলে। ভ্রাম্যমাণ আদালতের সহকারী নজরুল ইসলাম জানান, শহরের বকচর হুশতলায় কৃষ্ণ সাহা নামে ওই ব্যক্তির অবৈধ একটি কারখানা রয়েছে। সেখানে ক্ষতিকর রঙ ব্যবহার করে চিপস তৈরি করা হয়। এই অপরাধে তাকে জরিমানা করা হয়েছে।