কুষ্টিয়ায় কৃষক হত্যায় সহোদরসহ৫ জনের যাবজ্জীবন

0

কুষ্টিযা সংবাদদাতা॥॥ কুষ্টিযার দৌলতপুর থানার আব্দুল খান (৫৫) নামে এক কৃষক হত্যার দায়ে পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুর ১টায় কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত- ১ এর বিচারক তাজুল ইসলাম জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের নজরুল খানের ছেলে মজিবুল খান (৪৭), বাবু খানের ছেলে সাইফুল খান (৪২) ও আরিফ খান (৩৭), ইনছার খানের ছেলে শফি খান (৪৩) এবং সন্তোষ মন্ডলের ছেলে আসাদুল হক (৩৬)। আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৯ জুন রাত ২টার সময় দৌলতপুর উপজেলার বালিয়াসিসা গ্রামের নিজ ঘরে কৃষক আব্দুল হক খানকে পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা সংঘবদ্ধ হয়ে উপর্যুপরি ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে নাজমুল হক খান বাদী হয়ে দৌলতপুর থানায় উলে¬খিত ৫ আসামির বিরুদ্ধে নামোলে¬খসহ হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৪ সালের ১৪ ডিসেম্বর এজাহারনামীয় আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযোগপত্র আদালতে দাখিল করেন দৌলতপুর থানা-পুলিশের উপপুলিশ পরিদর্শক নারায়ণ চন্দ্র ঘোষ। কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, পুলিশের দেয়া তদন্ত প্রতিবেদনে আদালত দীর্ঘ সাক্ষ্য শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে কৃষক আব্দুল হক খান হত্যাকাণ্ডে জড়িত সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় একই পরিবারের দুই ভাইসহ ৫ আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।