যশোারে আ. রাজ্জাক কলেজে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

0

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যশোর ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ আয়োজিত রচনা ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়েছে।
গতকাল মঙ্গলবার কলেজ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমির হোসেন। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ মঞ্জুরুল ইসলামসহ কলেজের অন্যান্য শিক্ষক এবং রচনাও কুইজ প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীবৃন্দ। উল্লেখ্য, বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কলেজটি মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। গতকাল রচনা ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার মধ্য দিয়ে শেষ হয়।