যশোর বিএনপির বৃক্ষ রোপণ কর্মসূচি অব্যাহত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বিএনপির আয়োজনে ৯ নম্বর ওয়ার্ডের বকচর কোল্ড স্টোরেজ মোড়ে এক অনুষ্ঠানের মাধ্যমে বৃক্ষরোপণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনীর আহম্মেদ সিদ্দিকী বাচ্চু, যুগ্ম সম্পাদক খায়রুল বাশার শাহীন, জেলা বিএনপির সাবেক সম্পাদকমন্ডলীর সদস্য এহসানুল হক সেতু, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওহাব কালু, ওয়ার্ড বিএনপি নেতা ইমাদুল হক, সিরাজুল ইসলাম প্রমুখ।