সাতক্ষীরায় করোনা ভাইরাস-এর বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধির জন্য কর্মশালা

0

সাতক্ষীরা সংবাদদাতা॥ সাতক্ষীরায় করোনা ভাইরাস-এর বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধির জন্য ক্যাম্পেইনসমূহ এবং ডিজিটাল বাংলাদেশ সর্ম্পকিত অর্জনসমূহের বহুল প্রচার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরা সার্কিট হাউস হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসপায়ার টু ইনোভেট (এটুআই)’র সহযোগিতায় ও জেলা প্রশাসন, সাতক্ষীরার আয়োজনে এ কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তানজিল্লুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, আমরা হয়তবা এই মুহূর্তে পূর্বের ন্যায় স্বাভাবিক জীবনে ফিরতে পারবোনা, তবে টিকা গ্রহণসহ স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে নিউ লাইফে অভ্যস্থ হতে হবে। তিনি মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সকলে প্রতি আহবান জানান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাতক্ষীরা সরকারি কলেজের সহকারি অধ্যক্ষ আমানউল্লাহ আল হাদী, সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক কৃষিবিদ মোঃ নূরুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আসাদুজ্জামান বাবু । এছাড়া সাতক্ষীরা জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, এনজিও প্রতিনিধি ও সুধিজন অংশগ্রহণ করেন। কর্মশালায় সঠিকভাবে মাস্ক ব্যবহারের নিয়ম এবং জেলাতে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা জনগণের মধ্যে কত সংখ্যক মাস্ক বিতরণ করেছেন তা সধংশযঁন.পড়ৎড়হধ.মড়া.নফ ওয়েবসাইটে আপলোড করা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।