রামপালে দারোগার বিরুদ্ধে মারপিটের অভিযোগ  

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপাল থানায় শালিস বৈঠকে তর্কিত জমি লিখে না দেওয়ায় গিয়াস উদ্দিন মামুন ফারাজী (৩২) নামের এক যুবককে দারোগা কর্তৃক মারপিটের অভিযোগ উঠেছে। আহত যুবককে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভয়ে ওই যুবক ও তার পরিবারের সদস্যরা কোথাও অভিযোগ করতে সাহস পাচ্ছেন না। অভিযুক্ত এসআই আনসার উদ্দিন খান শালিস বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেও মারপিটের কথা অস্বীকার করেন।
মামুনের স্ত্রী মাজেদা বেগম জানান, উপজেলার শ্রীফলতলা গ্রামে তার মা কুলসুমার কিছু জমি আছে। সেই জমি নিয়ে স্থানীয় পপি, নাসির ও কুতুব মল্লিকের সাথে বিরোধ রয়েছে। ওই জমি নিয়ে আদালতে বাটোয়ারা মামলা রয়েছে। আমরা একটি ৭ ধারার মামলা করে রায়ও পেয়েছি। রামপাল থানায় বিবাদীরা একটি অভিযোগ করে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় আমি, আমার মা এবং স্বামী মামুন থানায় গোলে থানার গোল ঘরে দারোগা আনসার উদ্দিন আমাদের ওই জমি স্টাম্পে লিখে দিতে বলেন। আমার স্বামী কারো কোন স্বাক্ষর দিতে নিষেধ করলে দারোগা ভিষণভাবে ক্ষিপ্ত হয়ে মাথা ধরে মোচড় দিয়ে কিল চড় মারতে মারতে থানার গেটের বাইর করে দেন। এ সময় বিবাদীরাও তাকে মারপিট করে। একই অভিযোগ করে আহত মামুন বলেন, দারোগা আনসার আলী তাকে কিল, চড় ও গলা চেপে ধরেন। তিনি এর বিচার চান। এ বিষয়ে রামপাল থানার ওসি জগন্নাথ কুমারের কাছে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি আমি জানি না তবে এমনটি হলে তা খুব দুঃখজনক। আমার কাছে এ ব্যপারে কেউ কোনো অভিযোগ করেননি, তারপরও বিষয়টি নিয়ে আমি খোঁজ নিচ্ছি।