লোহার তরীতে তানজিন তিশা

0

লোকসমাজ ডেস্ক॥ মডেল অভিনেত্রী তানজিন তিশা নতুন একটি ওয়েব ফিল্মে কাজ করতে যাচ্ছেন। এর নাম ‌’লোহার তরী’ । নতুন এই কাজের জন্য টানা সাতদিন পানির উপর থাকতে হবে তাকে।
তানজিন তিশা বলেন, টানা সাতদিন এর শুটিং হবে। এটি লঞ্চের উপর একটি গল্প। নাম শুনলেই দর্শকরা তা বুঝতে পারবেন। পরিচালনা করবেন সঞ্জয় সমাদ্দার। এর আগে উনার পরিচালনায় শিকলে কাজ করেছিলাম । এবারের গল্পটিও অসাধারণ।
আগামীকাল থেকে ’লোহার তরী’র শুটিং শুরু হবে বলে জানালেন নির্মাতা সঞ্জয় সমাদ্দার। তিনি বলেন, আাগামীকাল থেকে এর শুটিং শুরু করছি। গল্পটা রাতের। এখানে তানজিন তিশা ছাড়াও অভিনয় করবেন মনোজ প্রামাণিক, খন্দকার লেনিন , শাহেদ আলী সেমন্তি সৌমিসহ অনেকে। পুরোটা একটা লঞ্চের গল্প বলেও জানালেন তিনি। আগামীকাল থেকে টানা সাতদিন সদরঘাটে এর দৃশ্যধারনের কাজ হবে। লোহার তরী ওয়েব ফিল্মটি আই থিয়েটারের জন্য নির্মাণ হচ্ছে।