চৌগাছায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটক ব্যক্তি সমঝোতায় মুক্ত

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় অবৈধভাবে ফসলি জমির পাশ থেকে বালু উত্তোলন করায় পিন্টু নামের এক ব্যক্তিকে আটক করে থানা পুলিশ। এ সময় জব্দ করা হয় বালু বহনের কাজে নিযুক্ত একটি ট্রাক। পরে আর বালু উত্তোলন করবেনা মর্মে পুলিশকে আশ্বস্ত করে সমঝোতার ভিত্তিতে মুক্তি পান ওই বালু উত্তোলনকারী। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দুপুরে উপজেলার জগদীশপুর গ্রামে।
জানা গেছে, জগদীশপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে আব্দুল্লাহ হেল কাফি ওরফে পিন্টু ফসলি জমির পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করেন। দিনের পর দিন বালু উত্তোলন করার কারণে একই গ্রামের নজরুল ইসলামে ছেলে সাখাওয়াত হোসেনের ফসলের জমি নষ্ট হতে থাকে। তিনি কোনো উপায় না পেয়ে থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে বালু বহনে নিয়োজিত একটি ট্রাক জব্দ করার পাশাপাশি পিন্টুকে থানায় নিয়ে যায়। বিকেলে অভিযুক্ত পিন্টু শর্ত সাপেক্ষে মুক্তি পান। থানার এসআই আতিক বলেন, অভিযোগের ভিত্তিতে বালু উত্তেলানকারীকে থানায় নিয়ে যাওয়া হয়। তিনি আর বালু উত্তোলন করবনে না বলে থানাকে জানানোর পার তাকে ছেড়ে দেওয়া হয়। জব্দ করা ট্রাকও তার হেফাজতে দেওয়া হয়েছে।