বেনাপোল বন্দর দিয়ে রেলপথে ২শ মে.টন অক্সিজেন আমদানি

0

বেনাপোল (যশোর) সংবাদদাতা ॥ বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ফের রেলপথে আমদানি হয়েছে আরও ২শ’ মেট্রিক টন তরল অক্সিজেন। গত শুক্রবার রাতে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বিশেষ অক্সিজেন এক্সপ্রেস ট্রেনটি বেনাপোল বন্দরের রেলস্টেশনে এসে পৌঁছায়। শনিবার দুপুরে চালানটি খালাসের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট কাস্টমস হাউসে সাবমিট করেছে সিএন্ডএফ এজেন্ট সারথী এন্টারপ্রাইজ। লিনডে বাংলাদেশ লিমিটেড এই অক্সিজেন আমদানি করে। বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে অক্সিজেন এক্সপ্রেসটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে পৌঁছাবে। পরে সেখান থেকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে এসব অক্সিজেন ট্যাংকারে করে সরবরাহ করা হবে। বেনাপোল রেলওয়ে স্টেশনের মাস্টার সাইদুর রহমান জানান, গত ২৪ জুলাই থেকে রেলযোগে অক্সিজেন আমদানি শুরু হয়। সর্বশেষ ২৭ আগস্ট রাতে ২শ’ মেট্রিক টন অক্সিজেন আমদানি হয়েছে। ১৩টি চালানে এ পর্যন্ত লিনডে বাংলাদেশ লিমিটেড ২ হাজার ৬১৬ মেট্রিক টন অক্সিজেন আমদানি করেছে। বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার ড. নিয়ামুল ইসলাম জানান, ভারত থেকে গত রাতে ২শ’ মেট্রিক টন তরল অক্সিজেন আমদানি হয়ে খালাসের অপেক্ষায় বেনাপোল রেলস্টেশনে আছে। সরকারি ডিউটি পরিশোধ করে চালানটি দ্রুত খালাসের জন্য নির্দেশনা দেয়া হয়েছে কর্মকর্তাদের।