কলারোয়ায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

0

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় শোকদিবস উপলক্ষে করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জনতা ব্যাংক লিমিটেড। শনিবার সকাল ১০ টায় জনতা ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জব্বার ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। জনতা ব্যাংকের সাতক্ষীরা এরিয়া ইনচার্জ জাকির হোসেনের সভাপতিত্বে খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক আসাদুজ্জামান, খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক হুমায়ন কবীর চৌধুরী, অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক, সাতক্ষীরা কর্পোরেট শাখার ব্যবস্থাপক রুকনুজ্জামান, আগরদাড়ী শাখার ব্যবস্থাপক শাহিনুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা শাখার ব্যবস্থাপক আব্দুর রহিম, স্থানীয় ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, ইমান আলী মোল্যা প্রমুখ।