যশোরে করোনা শনাক্তের হার ৭ শতাংশ

0

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাসের শনাক্তের হার ৭ শতাংশে এসে দাঁড়িয়েছে যশোরে। গতকাল শনিবার জেলায় করোনায় ও উপসর্গে দুইজনের মৃত্যু হলেও শনাক্ত কম ছিলো। শনাক্তের হার ৭ শতাংশ। যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আরএমও আরিফ আহমেদ জানান, হাসপাতালের রেড জোনে ভর্তি রয়েছেন ৩৯ এবং ইয়েলো জোনে ১৯ জন। গত ২৪ ঘণ্টায় রেড জোনে নতুন করে ভর্তি হন ৫ এবং ইয়েলো জোনে ১০ জন। তিনি বলেন, ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে করোনা ও উপসর্গে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন দুই জনের মৃত্যু হয়েছে। এদিকে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে জানানো হয় যশোরের ১৯১ টি নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭ শতাংশ। জেলা সিভিল সার্জন ডা. সেখ আবু শাহীন বলেন, করোনা পরিস্থিতি যশোরে অনেকটা স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। গত দুই মাসে মৃত্যু ও শনাক্তের হার যে উদ্বেগজনক পর্যায়ে ছিলো তার পরিবর্তন হয়েছে। তবে করোনা সংক্রমণ কমলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।