যশোরে ইশা ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0

শনিবার বিকাল ৪টায় যশোর আইএবি মিলনায়তনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলেন যশোর জেলা শাখার সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে ঐতিহ্য, সংগ্রাম ও গৌরবময় ৩০ বছর শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মদ মাহবুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, যশোর জেলা শাখার সংগ্রামী সভাপতি আলহাজ্ব মিয়া মো. আব্দুল হালিম। প্রধান অতিথি বলেন, দক্ষ ও আদর্শিক নেতৃত্ব তৈরির মাধ্যমে সমাজ ও রাষ্ট্র থেকে দুর্নীতি, দুঃশাসনসহ সকল প্রকার অপরাজনীতি অপসারণ করে একটি সুখী, সমৃদ্ধশালী ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিজ্ঞা নিয়ে ১৯৯১ সালের ২৩ আগস্ট যাত্রা শুরু করা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সফলতা ও অর্জনে ভরপুর ৩০টি বছর অতিক্রম করেছে। এই ভঙ্গুর সমাজকে পুনর্গঠন ও শিক্ষাহীনতা দূর করে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে হলে পুরো রাষ্ট্র যন্ত্রকে আবর্জনা মুক্ত করতে হবে। এ জন্য প্রয়োজন দক্ষ, পরীক্ষিত, ত্যাগী ও খোদাভীরু নেতৃত্ব। আর এই নেতৃত্ব তৈরিতে কাজ করছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।
সভায় আরও উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার সাবেক দায়িত্বশীলবৃন্দ ও বর্তমান নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি।