কেশবপুরে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে প্রহারের অভিযোগে যশোরে মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার ॥ লাখ টাকা চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা অনিক সাহা (২০) নামে এক মুদি ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে বেদম প্রহার করেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কেশবপুর থানায় মামলা হয়েছে। জাতীয় হিন্দু যুব মহাজোটের উদ্যোগ গতকাল যশোরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। অনিক সাহা কেশবপুর পৌরসভার ১ নং ওয়ার্ড সাহাপাড়ার অলোক সাহার পুত্র।
অনিক সাহা জানিয়েছেন, কেশবপুরের শেখ জামাল, শামীম হোসেন, সাইফুল ইসলাম, জুয়েল হোসেন, মাসুদ হোসেন ও মাহি রহমানসহ ১৫/১৬ জনের একদল সন্ত্রাসী রয়েছে। যারা সবাই কেশবপুর পৌরসভার মেয়র গ্রুপের লোক। এই গ্রুপ তার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ার কারণে গত ২৭ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বাড়ির সামনে ওই সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায় এবং রড, লাঠিসোটা দিয়ে তাকে বেদম প্রহার করে। এ সময় তার হাত ভেঙে যায়। পরে মোটরসাইকেলে তাকে অপহরণ করার চেষ্টা চালায়। অনিক সাহা জানিয়েছেন, এ অবস্থায় তার চিৎকার শুনে পরিবার ও আশপাশের লোকজন এসে সন্ত্রাসীদের হাত থেকে তাকে উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য অনিক সাহাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার প্রতিবাদে গতকাল দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জাতীয় হিন্দু যুব মহাজোট যশোর জেলা শাখার পক্ষ থেকে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন কর্মসূচি থেকে সন্ত্রাসী চাঁদাবাজদের গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়। সন্ত্রাসীদের নাম উল্লেখ করে কেশবপুর থানায় এজাহার দাখিল করা হয়েছে।