বেনাপোল ছেড়ে ঢাকার পথে ভারতের উপহারের ৪০ অ্যাম্বুলেন্স

0

স্টাফ রিপোর্টার॥ বেনাপোল কাস্টম হাউস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষ ঢাকার পথে ভারত সরকারের উপহারের ৪০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স। শনিবার (২৮ আগস্ট) বিকেল ৫টার দিকে বেনাপোল বন্দর ছেড়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছে। এর আগে ভারত সরকারের উপহারের প্রথম অ্যাম্বুলেন্সটি (একটি) দেশে পৌঁছায় চলতি বছরের ২১ মার্চ। এরপর ৭ আগস্ট ৩০টি অ্যাম্বুলেন্স দেশে আসে। এ নিয়ে দেশে এলো ৭১টি অ্যাম্বুলেন্স।
বেনাপোল কাস্টমসের কার্গো সুপারিনটেনডেন্ট স্বপন কুমার জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স (লাইফ সাপোর্টসহ) উপহার দিচ্ছে ভারত সরকার। এই উপহারের তৃতীয় চালানে ৪০টি অ্যাম্বুলেন্স বেনাপোল চেকপোস্টের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে বেনাপোল বন্দরে প্রবেশ করে। বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) আতিকুল ইসলাম জানান, ভারত থেকে বেনাপোল বন্দরে আসা ৪০টি অ্যাম্বুলেন্সের চালান বেনাপোল কাস্টম ও বন্দরের সব কার্যাদি সম্পন্নের পর শনিবার বিকেল ৫টার দিকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে গেছে।