অপহরণ করে মুক্তিপণ আদায়, এএসপিসহ ৩ জনের জামিন নামঞ্জুর

0

লোকসমাজ ডেস্ক॥ দিনাজপুরে মা-ছেলেকে অপহরণর ঘটনার মামলায় রংপুর সিআইডি অফিসের এএসপিসহ তিন পুলিশ সদস্যের জামিন আবেদন নাকচ করেছেন দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (চিরিরবন্দর-৪) আদালত। বৃহস্পতিবার বিকেলে আদালতের বিচারক শিশির কুমার বসু জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী ও দিনাজপুর জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাড.সাইফুল ইসলাম। অ্যাড. সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিশির কুমার বসুর আদালতে আসামি রংপুর সিআইডি অফিসের এএসপি সারোয়ার কবীর সোহাগ, এএসআই হাসিনুর রহমান ও কনস্টেবল আহসান-উল হক ফারুকের জামিন আবেদন করেন তিনি। এসময় দিনাজপুর আদালত পুলিশের এসআই সবুজ আলী জামিনের বিরোধিতা করেন। শুনানী শেষে বিচারক শিশির কুমার বসু ৩ জনেরই জামিন আবেদন নামঞ্জুর করেন। অ্যাড. সাইফুল ইসলাম বলেন, যে ধারায় মামলা দেয়া হয়েছে সেটি জামিনযোগ্য অপরাধ। জামিনের জন্য খুব শিগগিরই তারা উচ্চ আদালতে যাবেন বলে জানান তিনি।
উল্লেখ্য, দিনাজপুরের চিরিরবন্দরে মা ও ছেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় রংপুর সিআইডি’র এএসপি সারোয়ার কবীর সোহাগ, এএসআই হাসিনুর রহমান ও কনস্টেবল আহসান-উল হক ফারুকসহ ৫ আসামি বর্তমানে দিনাজপুর জেলা কারাগারে রয়েছেন। এদিকে, বৃহস্পতিবার দিনাজপুরে মা-ছেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের সিআইডি’র রংপুর কার্যালয়ের এএসপি, এএসআইসহ ১০জনের বিরুদ্ধে দায়ের করা মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছে দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।