ফুলতলায় সংসদ সদস্য নারায়ন চন্দ্রের মতবিনিময়

0

ফুলতলা (খুলনা) সংবাদদাতা॥ সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে হলে কৃষি উন্নয়ন অপরিহার্য। বিলডাকাতিয়াসহ আশপাশের সকল জমি চাষাবাদের আওতায় এবং পুকুর ও জলাশয়ে মাছ চাষের মাধ্যমে ব্যক্তি পর্যায়ে স্বাবলম্বী এবং অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। উৎপাদিত কৃষি পণ্য সামগ্রী দ্রুত বিপনণের জন্য সরকার গ্রামীন জনপদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মান ও হাটবাজারের ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে। সরকারের উন্নয়নমুলক কর্মকান্ড জনগণের সামনে তুলে ধরতে হবে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ফুলতলা উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সুশীল সমাজের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তৃতায় তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শেখ আকরাম হোসেন, সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ^াস, ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, ফারজানা ফেরদৌস নিশা। এর আগে নারায়ণ চন্দ্র চন্দ এমপি গাড়াখোলা থেকে বসুরাবাদ নবনির্মিত ইটের সোলিং রাস্তা এবং রাস্তার দু’পাশে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন শেষে দফাদার ঘাটে এক সমাবেশে যোগ দেন। পরে তিনি ফুলতলার শহীদ আসাদ-রফি গ্রস্থাগার চত্ত্বরে নির্মানাধীন শহীদ মিনার, ফুলতলা থানা চত্বরের সংস্কারকৃত পুকুর ও রাস্তা, উপজেলা পরিষদের শিশু পার্ক, মুক্ত মঞ্চ ও স্মৃতি সৌধ পরিদর্শন এবং গাছের চারা রোপন করেন।