দুই মলাটে মিঠুনের অভিনয়-প্রেম-বিতর্ক

0

লোকসমাজ ডেস্ক॥ বর্ণাঢ‌্য ক‌্যারিয়ার ভারতীয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর। অভিনয়, প্রেম, বিতর্ক—পুরো ক‌্যারিয়ার জুড়েই লেগে আছে রঙের ছটা। শুধু তাই নয়, জনপ্রিয় এই অভিনেতার অনেক অজানা গল্প দুই মলাটে নিয়ে এসেছেন লেখক রাম কমল মুখোপাধ্যায়। হেমা মালিনী, সঞ্জয় দত্তের পর রাম কমলের লেখা এটি তৃতীয় জীবনী। যার নাম দিয়েছেন—মিঠুন চক্রবর্তী: দ্য দাদা অব বলিউড।
হিন্দুস্তান টাইমসকে কমল মুখোপাধ‌্যায় বলেন—‘‘নিজের আত্মজীবনী লিখতে কোনো দিনই উৎসাহী ছিলেন না মিঠুন চক্রবর্তী। তার জীবনের এত ঘটনা ও গল্প লেখার ইচ্ছা আমার বহুদিনের। তাছাড়া মিঠুনের মতো এত বড় একজন মেগাস্টার অথচ তাকে নিয়ে বাংলায় মাত্র কয়েকটি বই রয়েছে। তাই একটি প্রামাণ্য বইয়ের প্রয়োজন ছিল। সেই চিন্তার ফসলই হলো ‘দাদা অব বলিউড’।’’
তা ছাড়া মিঠুনের জীবনের বহু ঘটনা প্রভাব ফেলেছে এই লেখককে। সেসব ঘটনা জেনে নতুন প্রজন্ম এবং ইন্ডাস্ট্রির ‘বহিরাগতরা’ যেন মনের জোর পায়। মিঠুন নিজেও ‘বহিরাগত’ হিসেবে কাজ শুরু করেছিলেন। ধীরে ধীরে নিজের বিরাট সাম্রাজ্য তৈরি করেন। নিজে একসময় প্রচণ্ড অর্থকষ্টের মধ্যে দিয়ে দিন পার করেছেন। পরবর্তী সময়ে দু’হাতে টাকা খরচ করেছেন অভাবী মানুষের জন্য। এসব কথাও লিপিবদ্ধ আছে এই বইয়ে।
মিঠুনের আত্মজীবনী লেখার সুযোগ কীভাবে পেলেন? এমন প্রশ্নের উত্তরে রাম কমল বলেন, ‘‘হেমা মালিনীর আত্মজীবনী ‘বিয়ন্ড দ্য ড্রিমগার্ল’ আমার লেখা। এর প্রচার করতে হেমার সঙ্গে মিঠুনের ‘ড‌্যান্স ইন্ডিয়া ড‌্যান্স’ অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে হেমা মালিনীই মিঠুনকে এই প্রস্তাব দেন। হেমা মালিনীর কথা শুনে মিঠুন হেসেছিলেন। তবে প্রস্তাবটা তার মন্দ লাগেনি। এরপর অল্প অল্প করে বিষয়টি এগিয়েছে।’’