মোরেলগঞ্জে জাতীয় মৎস্যজীবী সমিতির কমিটি গঠন

0

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা জাতীয় মৎস্যজীবী সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে মোঃ মুনসুর আলী শেখ আহবায়ক ও মোঃ সেকেন্দার আলী খানকে যুগ্ম-আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। জাতীয় মৎস্যজীবী সমিতির বাগেরহাট জেলা আহবায়ক মোঃ আজিজুর রহমান ও যুগ্ম-আহবায়ক মোঃ আল-আমিন শেখের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।উল্লেখ্য, ইতিপূর্বে গঠিত জাতীয় মৎস্যজীবী সমিতির বাগেরহাট জেলার সাবেক যুগ্ম-আহবায়ক ও মোড়েলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আবুছালেহ ফরাজীকে অনিয়ম-দুর্নীতি ও গঠনতন্ত্র পরিপন্থি কর্মকান্ডের অভিযোগে জেলা যুগ্ম-আহবায়ক, উপজেলা সভাপতি ও সাধারণ সদস্য পদ হতে বহিস্কার করে গঠনতন্ত্রের নিয়মানুযায়ী শর্ত সাপেক্ষে কেন্দ্রীয় কমিটির মহাসচিব স্বাক্ষরিত আদেশে জেলার সাবেক আহবায়ক মোঃ আজিজুর রহমানকে পুনরায় আহবায়ক, মোঃ আল-আমিন শেখ ও মোঃ হাবিবুর রহমানকে যুগ্ম-আহবায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়।