যশোরে ঋণে জর্জরিত গৃহবধূর আত্মহত্যা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া গ্রামে গলায় ফাঁস দিয়ে শাপলা রাণী দাসী (২৬) নামে এক গৃহবধূর আত্মহত্যা করেছেন। তিনি বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে দেনায় জর্জরিত ছিলেন। শাপলা রাণী জামদিয়া গ্রামের সঞ্জিত কুমার দাসের স্ত্রী। সঞ্জিত কুমার জানিয়েছেন, গত মঙ্গলবার রাতে ছোট ছেলে আপনকে (৫) মারপিট করে তার স্ত্রী শাপলা রাণী। এ নিয়ে তাদের মধ্যে গোলযোগ হয়। গোলযোগের জের ধরে মঙ্গলবার বেলা ১১টার দিকে পরণের কাপড় দিয়ে ঘরের আড়ার সাথে শাপলা রাণী গলায় ফাঁস দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় এনজিও থেকে ঋণ আদায় করতে লোকজন এসেছিল। তবে, দেনায় জর্জরিত হয়ে শাপলা রাণী আত্মহত্যা করেছেন কিনা জানতে চাওয়া হলে স্বামী সঞ্জিত কুমার দাস বলছেন, ঋণের দায়ে নয়। সাংসারিক গোলযোগের জের ধরে তার স্ত্রী আত্মহত্যা করেছে। মৃত্যুর পর সংবাদ পেয়ে বাঘারপাড়া থানার এসআই মো. কাইয়ুম লাশ উদ্ধার করেন এবং ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠান। লাশের সুরত হাল রিপোর্টে সাংসারিক ঝগড়া-ঝাটি হলে শাপলা রাণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করা হয়েছে। শাপলা রাণী বেসরকারি উন্নয়ন সংস্থা আশা থেকে ২৫ হাজার টাকার ঋণ গ্রহণ করেছেন। দেশ ফাউন্ডেশন থেকে ঋণ নিয়েছেন ১০ হাজার টাকা। অনুরূপভাবে আদ্ব-দ্ীন থেকে ৫০ হাজার টাকা এবং সরকারি একটি বাড়ি একটি খামার প্রকল্প থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছেন। মৃতার স্বামী এ তথ্য দিয়েছেন।