লিডসে লণ্ডভণ্ড ভারত

0

লোকসমাজ ডেস্ক॥ নটিংহ্যাম ও লর্ডস টেস্টে দুর্দান্ত ভারতকে লিডসে চেনা দায়। জেমস অ্যান্ডারসনের তোপে প্রথম সেশনের ধাক্কা সামলাতেই পারল না তারা। ওলি রবিনসন, স্যাম কারান ও ক্রেইগ ওভারটনরা ইংল্যান্ডের শীর্ষ বোলারের পথ অনুসরণ করলেন। ৪০.৪ ওভারে মাত্র ৭৮ রানেই অলআউট হয়ে গেল ভারত। উইকেটের পেছনে দুর্দান্ত ছিলেন জস বাটলার, ব্যাটসম্যানের ব্যাট ছুঁয়ে সরাসরি তার গ্লাভসে বল গেছে পাঁচ বার। টস হেরে ফিল্ডিংয়ে নেমে ইংল্যান্ড ২১ রানে তুলে নেয় লোকেশ রাহুল (০), চেতেশ্বর পুজারা (১) ও বিরাট কোহলির (৭) উইকেট। সবগুলো উইকেটই অ্যান্ডারসনের। আজিঙ্কা রাহানেকে (১৮) ওলি রবিনসন ফেরালে ৫৬ রানে ৪ উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে যায় ভারত।
দ্বিতীয় সেশনে আর দুটি রান স্কোরবোর্ডে যোগ হতে ঋভষ পান্ত (২) আউট হন রবিনসনের বলে। ভারতের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে যায় ৩৭তম ওভারে। অবিশ্বাস্য প্রতিরোধ গড়া রোহিত শর্মা ক্রেইগ ওভারটনের বলে রবিনসনকে ক্যাচ দেন। মাত্র ১৯ রান করেন তিনি, কিন্তু ১০৫ বল মোকাবিলা করেছিলেন। লর্ডসে হাফ সেঞ্চুরিতে নায়ক বনে যাওয়া মোহাম্মদ শামি (০) পরের বলেই আউট। পরের ওভারে রবীন্দ্র জাদেজা (৪) ও যশপ্রীত বুমরা (০) পরপর কারানের বলে মাঠ ছাড়েন। ৬ বলের ব্যবধানে কোনো রান যোগ হয়নি, উইকেট যায় চারটি। ৬৭ রানে ৯ উইকেট হারানো ভারতকে বাঁচিয়ে রাখেন ইশান্ত শর্মা ও মোহাম্মদ সিরাজ। আর ১১ রান যোগ করেছেন দুজনে মিলে। ওভারটনের বলে জো রুটের ক্যাচ হয়ে সিরাজ ফেরেন ৩ রানে। শেষ হয় ইনিংস। অ্যান্ডারসন ৮ ওভার বল করে ৫ মেডেনসহ ৬ রান দিয়ে নেন ৩ উইকেট। সমান উইকেট পান ওভারটন, ১০.৪ ওভারে ৫ মেডেনসহ ১৪ রান খরচ করেন তিনি। দুটি করে পেয়েছেন রবিনসন ও কারান।