মোরেলগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারী আটক

0

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদতা॥ বাগেরহাটের মোরেলগঞ্জে ২৫৫ পিস ইয়াবাসহ সাব্বির হাওলাদার(২৪) নামে এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৬। আটক সাব্বির আমতলী গ্রামের মৃত সাইদুর রহমান হাওলাদারের ছেলে। সোমবার রাতে র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে উপজেলার আমতলী গ্রামের আব্দুল হক তালুকদারের বাড়ির সামনে পাকা কালভার্টেও উপর থেকে সাব্বিরকে আটক করে। এ সময় তার দেহ তল¬াশি করে ২৫৫ পিস ইয়াবা, ২ টি সিমকার্ডসহ ১ টি মোবাইল ফোন জব্দ করে। গতকাল মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত সাব্বিরকে মোরেলগঞ্জ থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রজু করা হয়েছে।