যবিপ্রবি কর্মচারী সমিতির কার্যালয় থেকে ধারালো অস্ত্র উদ্ধার

0

স্টাফ রিপোর্টার॥ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কর্মচারী সমিতির কার্যালয় থেকে দেশি অস্ত্র উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসন। গতকাল মঙ্গলবার যৌথ তল্লাশি করে একটি ধারালো চাপাতি ও একটি ছুরি উদ্ধার করা হয়। যবিপ্রবি’র প্রক্টর ড. সেলিনা আক্তার জানান, বর্তমান ভিসি যোগদানে বাঁধা দিতে একটি পক্ষ বিক্ষোভ করে। তখন শোনা যায় কর্মচারী সমিতিতে অস্ত্র নিয়ে রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে প্রশাসন রুমটি সিলগালা করে দেয়। ভিসি স্যারের যোগদানের পর সিদ্ধান্ত হয় কর্মচারী সমিতির কক্ষ খুলে দেয়া হবে। গতকাল পুলিশের সহযোগিতায় কক্ষ খুলে দেশি অস্ত্র পাওয়া গেছে। যদিও কর্মচারীরা দাবি করছেন ফল কাটার জন্য এগুলো কেনা হয়েছিল। যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে কোন অভিযোগ করা হয়নি। করলে তখন ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.আনোয়ার হোসেন বলেন, কর্মচারী সমিতির কার্যালয় থেকে দেশিয় অস্ত্র পাওয়া নিয়ে প্রক্টরকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। অস্ত্র উদ্ধার অবশ্যই এটা অপরাধ। আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।