দেড় মাস পর

0

লোকসমাজ ডেস্ক॥ দেড়মাস পর শুটিংয়ে ফিরছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শারমিন জোহা শশী। আজ একটি একক নাটক শুটিংয়ের মধ্যদিয়ে তিনি ক্যামেরার সামনে দাঁড়াবেন বলে জানান। এটি পচিালনা করছেন জামাল মল্লিক। শশী বলেন, এবার ঈদের জন্য কোনো নাটকে কাজ করিনি। লকডাউনের শুরু থেকেই বাসায় থাকছি। নিজের ও পরিবারের সুরক্ষার কথা ভেবেই শুটিং থেকে দূরে ছিলাম। অনেক দিন পর আবারো কাজ শুরু করতে যাচ্ছি। গোছানো ইউনিটের সঙ্গেই এখন কাজ করবো।
শুটিংয়ের জন্য কোনো ঝুঁকি নিতে চাই না। সিঙ্গেল নাটকের পাশাপাশি এই অভিনেত্রী টিভি সিরিয়ালেও ব্যস্ত থাকবেন বলে জানান। খুব শিগগিরই তিনি শুরু করবেন ‘কমলাপুরের বিজলী’- শিরোনামের একটি ধারাবাহিকের শুটিং। এর আগে এটির কয়েক পর্বের শুটিংয়ে অংশ নেন তিনি। এটির নাম ভূমিকায় অভিনয় করছেন শশী। নাটকটি পরিচালনা করছেন তুষার খান। এদিকে বাংলাভিশনে প্রচার হচ্ছে তার অভিনীত ‘প্রবাসী গ্রাম’- শিরোনামের একটি ধারাবাহিক নাটক। টিভি নাটকের বাইরে নতুন কিছু কাজের পরিকল্পনা করছেন বলে জানান এই গ্ল্যামারকন্যা। সেটি কি? উত্তরে তিনি বলেন, একটি ওয়েব ফিল্মের কাজের বিষয়ে কথা হচ্ছে। নাটকের বাইরে এখন ওয়েবের কাজও দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে। এর আগেও ওয়েবের কিছু কাজের প্রস্তাব পেয়েছি। কিন্তু মনের মতো না হওয়ায় সেগুলোতে কাজ করা হয়নি। এই কাজটিতে অভিনয় করার সুযোগ আছে। শুটিং শুরু হলে এটির বিষয়ে বিস্তারিত বলবো। অভিনেত্রী শোবিজের বর্তমান সময় নিয়েও কথা বলেন। তার ভাষ্য- বিভিন্ন কারণে আমাদের শোবিজ এখন কিছুটা উত্তাল। তবে এটি অবশ্যই ঠিক হয়ে যাবে। এছাড়া আমি মনে করি, শিল্পীদের কিছু দায়বদ্ধতা থাকে। সেটি মনে রাখা প্রয়োজন। শিল্পীদের কোনোকিছু গোপন থাকে না।