বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে মনিরামপুরে প্রস্তুতি সভা

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মঙ্গলবার যশোরের মনিরামপুরে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে দলিয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারন সম্পাদক আবদুল হাই, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুর রহমান, যুবদল নেতা শফিয়ার রহমান, আব্বাস উদ্দিন, মোক্তার হোসেন, জুলফিকার আলী ভুট্টো,মিজানুর রহমান, মহিবুবুল আলম মামুন, ফারুক হোসেন, আবদুল গফ্ফার, তারেক জিয়া পরিষদের আহবায়ক তুহিন হাসান, ছাত্রদলের আহবায়ক ওলিয়ার রহমান, কামরুজ্জামান, ইনামুল কাদির প্রমুখ। প্রধান অতিথি শহীদ ইকবাল হোসেন জানান, মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিস্তারিত কর্মসূচি পালনের সিদ্ধাস্ত গ্রহন করা হয়।