কাশ্মীর প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন আফ্রিদির দল

0

লোকসমাজ ডেস্ক॥ প্রথমবারের মতো অনুষ্ঠিত কাশ্মীর প্রিমিয়ার লিগের (কেপিএল) চ্যাম্পিয়ন হয়েছে শহিদ আফ্রিদির দল রাওয়ালকোট হকস। মঙ্গলবার রাতে শ্বাসরুদ্ধকর ফাইনালে মোহাম্মদ হাফিজের মুজাফফরবাদ টাইগারকে ৮ রানে হারিয়েছে তারা। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬৯ রানের সংগ্রহ দাঁড় করায় রাওয়ালকোট। ২৯ বলে ৫ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৫৪ রানের ঝড়ো এক ইনিংস খেলেন কাশিফ আলি। বিসমিল্লাহ খান ১৯ বলে ৩০ আর শাহিবজাদা ফারহান ২০ বলে করেন ২৮ রান। মুজাফফরবাদের অধিনায়ক মোহাম্মদ হাফিজ ২৬ রান খরচায় নেন ২টি উইকেট। ২ উইকেট শিকার করেন উসামা মীর। জবাবে জিসান আশরাফ আর মোহাম্মদ হাফিজের উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা করে মুজাফফরবাদ। ৩৪ বলে তারা তুলে দেন ৫৪ রান। হাফিজ ২১ বলে ২৫ করে আউট হলে ভাঙে এই জুটি। তারপরও ভালো অবস্থানেই ছিল মুজাফফরবাদ। কিন্তু ২৬ বলে ৪টি করে চার-ছক্কায় জিসান ৪৬ রানে শহিদ আফ্রিদির বলে বোল্ড হলে ঘুরে যায় ম্যাচ। একের পর এক উইকেট হারাতে থাকে টাইগাররা। তবু শেষ ওভারে দারুণ উত্তেজনা তৈরি হয়েছিল। শেষ ৫ বলে মুজাফফরবাদের জয়ের জন্য দরকার ছিল মাত্র ৯ রান। হাতে ৪ উইকেট। কিন্তু আসিফ আফ্রিদি ওই পাঁচ চলের মধ্যে তুলে নেন ৩টি উইকেট। তীরে এসে তরী ডোবে মোহাম্মদ হাফিজের দলের, থামতে হয় ৯ উইকেটে ১৬১ রানে।