সাংবাদিক রিমন খাঁনকে যশোর সাংবাদিক ইউনিয়নের চিকিৎসা সহায়তা প্রদান

0

যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)’র সদস্য সাজ্জাদ গণি খাঁন রিমন দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। জেইউজে তার খোঁজখবর রাখাসহ চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার চেষ্টা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় যশোর পৌরসভায় আর্থিক সহায়তার জন্য আবেদন করে জেইউজে। আবেদনের প্রেক্ষিতে জেইউজেকে এক লাখ টাকা প্রদান করে পৌরসভা। প্রাপ্ত এক লাখ টাকা গতকাল মঙ্গলবার রিমন খানের উত্তরা ব্যাংকের যশোর শাখায় জমা দেওয়া হয়েছে। এদিকে, জেইউজের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল ও সাধারণ সম্পাদক এইচ আর তুহিন এক বিবৃতিতে সাংবাদিক রিমন খাঁনের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন। সাজ্জাদ গনি খাঁন রিমন যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি। কাজ করছেন যশোরের দৈনিক স্পন্দন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এবং বাংলাদেশ বেতারে। ছড়াকার ও সাংস্কৃতিক কর্মী হিসেবে তার পরিচিতি রয়েছে।-বিজ্ঞপ্তি