দাম কমার শীর্ষে তাল্লু স্পিনিং

0

লোকসমাজ ডেস্ক॥ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (১৭ আগস্ট) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে তাল্লু স্পিনিংয়ের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানির শেয়ারের দাম ডিএসইর দাম কমার তালিকার শীর্ষে উঠে আসে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (১৬ আগস্ট) তাল্লু স্পিনিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ১২.৬০ টাকা। মঙ্গলবার লেনদেন শেষে ক্লোজিং দর কমে দাঁড়ায় ১১.৫০ টাকায়। ফলে শেয়ারের দাম ১.১০ টাকা বা ৮.৭৩ শতাংশ কমেছে।
ডিএসইর দাম কমার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মিথুন নিটিংয়ের ৬.৯৫ শতাংশ, নুরানী ডাইংয়ের ৫.৯৮ শতাংশ, এপোলো ইস্পাতের ৫.৬৭ শতাংশ, জেনেক্সের ৫.৪০ শতাংশ, ডেল্টা স্পিনার্সের ৫.১৮ শতাংশ, মেঘনা কনডেন্স মিল্কের ৫.০৫ শতাংশ, উসমানিয়া গ্লাসের ৫.০১ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৪.৮৯ শতাংশ এবং ইসলামিক ফাইন্যান্সের ৪.৮৮ শতাংশ দাম কমেছে।