হরিণের ফাঁদসহ ৪ শিকারী আটক শরণখোলায়

0

বাগেরহাট সংবাদদাতা ॥ সুন্দরবনে হরিণের ফাঁদসহ ৪ চোরা শিকারীকে আটক করেছেন বনরক্ষীরা। শনিবার গভীর রাতে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শুকপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪ হাজার ফুট হরিণ শিকারের ফাঁদ, একটি ইঞ্জিনচালিত নৌকা, দুই বোতল কীটনাশক ও দুটি চাকু জব্দ করেন বনরক্ষীরা। আটককৃতরা হলেন-বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঠালতলী গ্রামের পান্না হাওলাদারের ছেলে জুলহাস (২৩), একই এলাকার হাবিব হাওলাদারের ছেলে রিমন (১৯), জব্বার হাওলাদারের ছেলে জুয়েল (২৫) ও বাদুরতলা গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে সোহাগ (২৪)। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মাদ বেলায়েত হোসেন।